০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 112

ছবি সংগৃহীত

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এরই মধ্যে, আগের দিনের মতো আজও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে।

বিজ্ঞাপন

এনবিআর সূত্র বলছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলও সমঝোতার উদ্যোগ নিয়েছে। এজন্য আজ দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বার কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১২ মে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্বনীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। মূল লক্ষ্য হলো, করহারের নীতিগত নির্ধারণ এবং কর আদায়ের প্রক্রিয়াকে আলাদা করা। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে এ ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের শর্তের মধ্যেও আলাদা দুটি সংস্থা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

তবে এনবিআরের কর্মকর্তারা দুটি নতুন বিভাগ গঠনের বিষয়ে আপত্তি তুলছেন না। তাঁদের প্রধান দাবি হলো, নতুন করে গঠিত বিভাগগুলোতে রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। অন্যদিকে, সরকার উপযুক্ত ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের কথা বলছে, যাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা যায়।

এ পরিস্থিতিতে আজকের আলোচনায় কোনও সমাধান বের হয় কি না, সে দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

আপডেট সময় ০৪:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এরই মধ্যে, আগের দিনের মতো আজও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে।

বিজ্ঞাপন

এনবিআর সূত্র বলছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলও সমঝোতার উদ্যোগ নিয়েছে। এজন্য আজ দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বার কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১২ মে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্বনীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। মূল লক্ষ্য হলো, করহারের নীতিগত নির্ধারণ এবং কর আদায়ের প্রক্রিয়াকে আলাদা করা। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে এ ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের শর্তের মধ্যেও আলাদা দুটি সংস্থা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

তবে এনবিআরের কর্মকর্তারা দুটি নতুন বিভাগ গঠনের বিষয়ে আপত্তি তুলছেন না। তাঁদের প্রধান দাবি হলো, নতুন করে গঠিত বিভাগগুলোতে রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। অন্যদিকে, সরকার উপযুক্ত ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের কথা বলছে, যাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা যায়।

এ পরিস্থিতিতে আজকের আলোচনায় কোনও সমাধান বের হয় কি না, সে দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।