০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 68

ছবি: সংগৃহীত

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট সারাদেশে গণমিছিলের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ৬ থেকে ৮ আগস্টের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছি। সেই অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি শহীদ আবু সাঈদের সাহস ও অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ আবু সাঈদের দুঃসাহসী ও অকুতোভয় চেতনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই রংপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।”

১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের দাবিতে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছি।”

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন প্রত্যয় গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট সারাদেশে গণমিছিলের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নতুন বাংলাদেশ দিবস উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ৬ থেকে ৮ আগস্টের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছি। সেই অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি শহীদ আবু সাঈদের সাহস ও অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ আবু সাঈদের দুঃসাহসী ও অকুতোভয় চেতনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই রংপুরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।”

১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের দাবিতে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছি।”

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন প্রত্যয় গড়ে উঠবে।