ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১,৫৪০ জন ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াচ্ছে ইউরোপ, পুতিনের যুক্তভুক্তির উচ্চাকাঙ্ক্ষা বহাল এনবিআরের পূর্ণ শাটডাউনে অচল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম রিজার্ভে স্বস্তি: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ডলারের মানহানি মামলা ক্যালিফোর্নিয়ার গভর্নরের বাফুফে ট্রায়ালে প্রবাসী ঝড়: হামজা-শমিতের পর এবার আসলেন আরো ৪৩ ফুটবলার সর্দি কাশি দূর করার ১১টি ঘরোয়া উপায় ভবিষ্যতে বিদেশে গরুর মাংস রফতানি করাও সরকারের লক্ষ্য: প্রাণিসম্পদ উপদেষ্টা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শনিবার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউএসজিএস-এর বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, ভূগর্ভের ১০১ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সারাঙ্গানি দ্বীপের এক প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস স্থানীয় গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের সময় অফিসের টেবিল, চেয়ার এবং কম্পিউটারগুলো কয়েক সেকেন্ড ধরে কাঁপছিল।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল গভীরে হওয়ায় এর ধ্বংসাত্মক প্রভাব তুলনামূলক কম ছিল। তবে সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে বেশিরভাগ ভূমিকম্প খুব বেশি শক্তিশালী বা ধ্বংসাত্মক হয় না। দেশটির ইতিহাসে কয়েকটি বড় ভূমিকম্প মারাত্মক ক্ষতির কারণ হয়েছিল।

সাম্প্রতিক এই ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শনিবার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউএসজিএস-এর বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, ভূগর্ভের ১০১ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সারাঙ্গানি দ্বীপের এক প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস স্থানীয় গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের সময় অফিসের টেবিল, চেয়ার এবং কম্পিউটারগুলো কয়েক সেকেন্ড ধরে কাঁপছিল।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল গভীরে হওয়ায় এর ধ্বংসাত্মক প্রভাব তুলনামূলক কম ছিল। তবে সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। তবে বেশিরভাগ ভূমিকম্প খুব বেশি শক্তিশালী বা ধ্বংসাত্মক হয় না। দেশটির ইতিহাসে কয়েকটি বড় ভূমিকম্প মারাত্মক ক্ষতির কারণ হয়েছিল।

সাম্প্রতিক এই ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।