০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভোট বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন ইসরায়েলি দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
জন্মদিন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 43

ছবি: সংগৃহীত

 

আজ ২৮ জুন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন।

ছোটবেলা থেকেই ড. ইউনূস পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। এরপর চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরু ১৯৬১ সালে, চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে তিনি যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ড. ইউনূস আমেরিকায় বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন এবং অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ তার জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে তিনি ১৯৭৬ সালে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন। পরে ১৯৮৩ সালে এটি পূর্ণাঙ্গ ‘গ্রামীণ ব্যাংক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

নোবেল পুরস্কারের পাশাপাশি তিনি বিশ্ব খাদ্য পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

২০২৪ সালের জুলাই মাসে দেশের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় রাজনীতিতে বড় পরিবর্তন আসে। তৎকালীন সরকার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত এই সমাজ সংস্কারকের জন্মদিনে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

জন্মদিন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

আপডেট সময় ১০:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

আজ ২৮ জুন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন।

ছোটবেলা থেকেই ড. ইউনূস পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। এরপর চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরু ১৯৬১ সালে, চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে তিনি যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ড. ইউনূস আমেরিকায় বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন এবং অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ তার জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে তিনি ১৯৭৬ সালে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন। পরে ১৯৮৩ সালে এটি পূর্ণাঙ্গ ‘গ্রামীণ ব্যাংক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

নোবেল পুরস্কারের পাশাপাশি তিনি বিশ্ব খাদ্য পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

২০২৪ সালের জুলাই মাসে দেশের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় রাজনীতিতে বড় পরিবর্তন আসে। তৎকালীন সরকার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত এই সমাজ সংস্কারকের জন্মদিনে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।