ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম

ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন পুতিন :ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে রাশিয়ার সহায়তা তার প্রয়োজন নেই।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করে ইরান ইস্যুতে সহায়তার প্রস্তাব দেন। কিন্তু আমি বলেছি আমাদের ওর সাহায্যের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “আমি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে চাই, কিন্তু দুঃখজনকভাবে গত সপ্তাহে ছয় হাজার সেনা নিহত হয়েছে।”

তবে তিনি সেই চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন সামরিক আক্রমণ শুরু করেছে। কিয়েভ এবং পশ্চিমা বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া তা উপেক্ষা করেছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইরান মস্কোকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যেগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহৃত হচ্ছে।

পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ এখন নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়েও ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইতোমধ্যে রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানকে সরবরাহ করেছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১৩ জুন ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলআবিবসহ কয়েকটি শহরে একাধিক বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ইউক্রেনীয় নাগরিক। এই হামলা ছিল ইসরায়েলের সামরিক অভিযানের জবাব বলে জানিয়েছে ইরান।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যদিও তা কয়েক ঘণ্টার মধ্যেই ভঙ্গ হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে রাশিয়া ও ইরানের প্রভাব বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন পুতিন :ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে রাশিয়ার সহায়তা তার প্রয়োজন নেই।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করে ইরান ইস্যুতে সহায়তার প্রস্তাব দেন। কিন্তু আমি বলেছি আমাদের ওর সাহায্যের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “আমি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে চাই, কিন্তু দুঃখজনকভাবে গত সপ্তাহে ছয় হাজার সেনা নিহত হয়েছে।”

তবে তিনি সেই চুক্তি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নতুন সামরিক আক্রমণ শুরু করেছে। কিয়েভ এবং পশ্চিমা বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া তা উপেক্ষা করেছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। ইরান মস্কোকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যেগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহৃত হচ্ছে।

পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ এখন নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়েও ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইতোমধ্যে রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানকে সরবরাহ করেছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গত ১৩ জুন ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলআবিবসহ কয়েকটি শহরে একাধিক বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ইউক্রেনীয় নাগরিক। এই হামলা ছিল ইসরায়েলের সামরিক অভিযানের জবাব বলে জানিয়েছে ইরান।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যদিও তা কয়েক ঘণ্টার মধ্যেই ভঙ্গ হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে রাশিয়া ও ইরানের প্রভাব বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

সূত্র: সিএনএন