ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি ভয়াবহ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 32

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ডস্টোরেজ–সংলগ্ন একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িটিতে হানা দেয়। তারা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে প্রবেশ করে পরিবারগুলোর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর সবাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ অন্যান্য জিনিস তছনছ করে।

ওই বাড়ির ভাড়াটে ও স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট রাসেল মিয়া জানান, চার-পাঁচজন মুখোশধারী তার কক্ষে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ঘরে থাকা নগদ ৩ লাখ ৫৪ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। একইভাবে তারা অন্য ইউনিটগুলোতেও হানা দিয়ে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট চালায়।

স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন জানান, ওই একতলা বাড়িতে মালিকসহ তিন ভাড়াটে পরিবার বসবাস করেন। ডাকাত দল চারটি ইউনিটেরই দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মালামাল লুট করে একটি কাভার্ডভ্যানে করে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডাকাত দলের হামলায় বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) মারধরের শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি দাবি করেন, তাঁর ঘর থেকে চার লাখ টাকা লুট করেছে ডাকাতরা। সব মিলিয়ে চারটি ইউনিট থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি ভয়াবহ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

আপডেট সময় ০৫:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ডস্টোরেজ–সংলগ্ন একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িটিতে হানা দেয়। তারা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে প্রবেশ করে পরিবারগুলোর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর সবাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ অন্যান্য জিনিস তছনছ করে।

ওই বাড়ির ভাড়াটে ও স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট রাসেল মিয়া জানান, চার-পাঁচজন মুখোশধারী তার কক্ষে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ঘরে থাকা নগদ ৩ লাখ ৫৪ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। একইভাবে তারা অন্য ইউনিটগুলোতেও হানা দিয়ে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট চালায়।

স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন জানান, ওই একতলা বাড়িতে মালিকসহ তিন ভাড়াটে পরিবার বসবাস করেন। ডাকাত দল চারটি ইউনিটেরই দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মালামাল লুট করে একটি কাভার্ডভ্যানে করে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডাকাত দলের হামলায় বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) মারধরের শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি দাবি করেন, তাঁর ঘর থেকে চার লাখ টাকা লুট করেছে ডাকাতরা। সব মিলিয়ে চারটি ইউনিট থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।