ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 26

ছবি সংগৃহীত

 

কলম্বিয়ার মেডেলিন শহরের উপকণ্ঠে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) অ্যান্টিওকিয়া বিভাগের বেলো শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসের মূল কারণ।

বেলো শহরটি আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এলাকা যা বর্ষাকালে প্রায়শই ভূমিধসপ্রবণ হয়ে ওঠে। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেন, “অঞ্চলটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আগেই লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।” তবে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে অনেকেই সময়মতো এলাকা ছাড়তে পারেননি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি গিরিখাতে প্রবল জলধারা নেমে আসায় ভূমিধসটি ঘটে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া এখনো কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট, ধসে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

উল্লেখ্য, গত মাসেও কাছাকাছি সাবানেতা এলাকায় একটি বড় ধরনের ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতির মাত্রা দৃষ্টিগোচর হয়ে উঠেছে।

বর্তমানে নিখোঁজদের সন্ধানে জোরালো তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ জানিয়েছে এবং আরও ভূমিধসের আশঙ্কায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

 

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১০, নিখোঁজ অন্তত ১৫

আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

কলম্বিয়ার মেডেলিন শহরের উপকণ্ঠে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) অ্যান্টিওকিয়া বিভাগের বেলো শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসের মূল কারণ।

বেলো শহরটি আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এলাকা যা বর্ষাকালে প্রায়শই ভূমিধসপ্রবণ হয়ে ওঠে। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেন, “অঞ্চলটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আগেই লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।” তবে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে অনেকেই সময়মতো এলাকা ছাড়তে পারেননি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি গিরিখাতে প্রবল জলধারা নেমে আসায় ভূমিধসটি ঘটে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া এখনো কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট, ধসে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

উল্লেখ্য, গত মাসেও কাছাকাছি সাবানেতা এলাকায় একটি বড় ধরনের ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছিল। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতির মাত্রা দৃষ্টিগোচর হয়ে উঠেছে।

বর্তমানে নিখোঁজদের সন্ধানে জোরালো তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ জানিয়েছে এবং আরও ভূমিধসের আশঙ্কায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু