ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই বৈঠকে আঞ্চলিক সংকট, বৈশ্বিক নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

তুরস্কের যোগাযোগ অধিদফতরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি গাজা পরিস্থিতির দ্রুত সমাধান এবং ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার প্রসার নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই সম্পর্কের উন্নয়ন ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।”

আলোচনায় ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এরদোয়ান ও ট্রাম্প উভয়েই জোটের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে নিজেদের ভূমিকাকে জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা ও সামরিক প্রস্তুতি বাড়াতে সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নেতৃত্বের এই ঘনিষ্ঠ সংলাপ ভবিষ্যতের ভূরাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে অনুষ্ঠিত এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন কৌতূহল ও প্রত্যাশা।

 

নিউজটি শেয়ার করুন

ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা

আপডেট সময় ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই বৈঠকে আঞ্চলিক সংকট, বৈশ্বিক নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

তুরস্কের যোগাযোগ অধিদফতরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি গাজা পরিস্থিতির দ্রুত সমাধান এবং ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার প্রসার নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই সম্পর্কের উন্নয়ন ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।”

আলোচনায় ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এরদোয়ান ও ট্রাম্প উভয়েই জোটের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে নিজেদের ভূমিকাকে জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা ও সামরিক প্রস্তুতি বাড়াতে সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নেতৃত্বের এই ঘনিষ্ঠ সংলাপ ভবিষ্যতের ভূরাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে অনুষ্ঠিত এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন কৌতূহল ও প্রত্যাশা।