ম্যাজিশিয়ান মেসির ৩৮তম জন্মদিন আজ

- আপডেট সময় ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 10
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসির ৩৮তম জন্মদিন। আর্জেন্টিনার রোজারিও শহরের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই ক্ষুদে জাদুকর আজ বিশ্ব ফুটবলের কিংবদন্তি এক নাম।
১৯৮৭ সালের ২৪ জুন, মেসির জন্ম। শৈশবেই হরমোনজনিত জটিলতায় আক্রান্ত হন তিনি। কিন্তু ভাগ্য এবং প্রতিভা মিলে রচনা করে এক অনন্য গাঁথা। বার্সেলোনা ক্লাবের এক টিস্যু পেপারে স্বাক্ষরিত চুক্তিই বদলে দেয় তার জীবন। এর পরের গল্প শুধুই সাফল্যের।
মেসির ক্যারিয়ারে যা অর্জন করেছেন, তা বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল: ৮টি ব্যালন ডি’অর, ২টি কোপা আমেরিকা শিরোপা, ১টি ফিনালিসিমা ট্রফি
২০২২ কাতার বিশ্বকাপ জয় যা মেসির ক্যারিয়ারে এনে দেয় পরিপূর্ণতা।
বার্সেলোনার হয়ে অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক শিরোপা।
বাঁ পায়ের জাদুতে কাঁপিয়েছেন রক্ষণভাগ, চমকে দিয়েছেন কোটি ভক্ত। প্রতিপক্ষের চোখে তিনি বিভীষিকা, আর ভক্তদের চোখে ভালোবাসার নাম—”লা পুলগা”।
আর্জেন্টিনার হয়ে বহুবার হতাশার পর, ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে এনে দিয়েছেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি—বিশ্বকাপ ২০২২। সেই জয়ে কাঁদে কোটি আর্জেন্টাইন ভক্ত, আনন্দে ভাসে ফুটবল বিশ্ব।
বর্তমানে তিনি খেলছেন মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে। বিশ্বকাপের পরেও মাঠে অনন্য ছন্দে রয়েছেন মেসি। ক্লাব বিশ্বকাপে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়। ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং কোটি ভক্ত এখনো আশায় বুক বেঁধে আছেন।
যে খেলাটা ভালোবাসেন, তাকে এখনও ভালোবাসছেন আগের মতোই। ফুটবল জাদুকরের এই জন্মদিনে ভক্তরা কামনা করছে তিনি যেন আরও একবার মঞ্চ মাতান বিশ্বকাপে।