শিরোনাম :
অবকাশ শেষে রোববার থেকে বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 147
ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও অবকাশ মিলিয়ে গত ৩ জুন (মঙ্গলবার) থেকে ২১ জুন (শনিবার) পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম স্থগিত ছিল।
তবে আগামীকাল ২২ জুন (রোববার) থেকে আবারও নিয়মিত কার্যক্রমে ফিরছে হাইকোর্ট ও আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ৪৯টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ তালিকায় রয়েছে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চ, যাদের নির্দিষ্ট বিচারিক এখতিয়ার নির্ধারণ করে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অবকাশকালীন সময়েও হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত তারিখ অনুযায়ী বিচারকাজ অনুষ্ঠিত হয়েছে।
















