০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 71

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিনের কাম্পুং বারুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কাম্পুং বারুর এলাকার একটি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ির সঙ্গে একটি হোন্ডা সি১০০ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল চালক ছিলেন মালয়েশিয়ার স্থানীয় এক নাগরিক। তার পেছনে থাকা আরোহী ছিলেন তার সহকর্মী একজন বাংলাদেশি। যদিও নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের বয়স যথাক্রমে ৩২ এবং ২০ বছর বলে নিশ্চিত করেছে পুলিশ।

তামপিন জেলার পুলিশ প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়িচালক মোড়ের ট্র্যাফিক লাইটে সবুজ সংকেত দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় ডানদিক থেকে আসা মোটরসাইকেলটি গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশি আরোহী নিহত হন এবং গুরুতর আহত চালককে তামপিন হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

গাড়িচালক সামান্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ তামপিন হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তামপিন পুলিশ বিভাগ জানায়, পুরো ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত করে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা আবারও প্রবাসীদের জন্য বিদেশে নিরাপত্তা এবং যাতায়াত সচেতনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। নিহত বাংলাদেশির পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিনের কাম্পুং বারুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কাম্পুং বারুর এলাকার একটি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ির সঙ্গে একটি হোন্ডা সি১০০ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল চালক ছিলেন মালয়েশিয়ার স্থানীয় এক নাগরিক। তার পেছনে থাকা আরোহী ছিলেন তার সহকর্মী একজন বাংলাদেশি। যদিও নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের বয়স যথাক্রমে ৩২ এবং ২০ বছর বলে নিশ্চিত করেছে পুলিশ।

তামপিন জেলার পুলিশ প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়িচালক মোড়ের ট্র্যাফিক লাইটে সবুজ সংকেত দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় ডানদিক থেকে আসা মোটরসাইকেলটি গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশি আরোহী নিহত হন এবং গুরুতর আহত চালককে তামপিন হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

গাড়িচালক সামান্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ তামপিন হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তামপিন পুলিশ বিভাগ জানায়, পুরো ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত করে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা আবারও প্রবাসীদের জন্য বিদেশে নিরাপত্তা এবং যাতায়াত সচেতনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। নিহত বাংলাদেশির পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।