ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

পল্টনে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের গুলি, আহত ২ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের দুই সদস্য। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে একটিডিবি পুলিশ, পল্টন প্রাইভেট কার থামানোর চেষ্টা করে। সন্দেহভাজন গাড়িটি থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা হঠাৎ করে পুলিশের ওপর গুলি চালায়।

গুলি লাগে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ডিবি কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির এক সদস্য জানান, অভিযানে পুলিশ সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এরকম গুলির মুখে পড়া হামলাকারীদের ভয়ঙ্কর মনের পরিচয় দেয়। দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা সদস্যরা নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পল্টনে এ অভিযান পরিচালিত হয়।

আহত দুই সদস্যের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পল্টনে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের গুলি, আহত ২ সদস্য

আপডেট সময় ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের দুই সদস্য। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে একটিডিবি পুলিশ, পল্টন প্রাইভেট কার থামানোর চেষ্টা করে। সন্দেহভাজন গাড়িটি থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা হঠাৎ করে পুলিশের ওপর গুলি চালায়।

গুলি লাগে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ডিবি কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির এক সদস্য জানান, অভিযানে পুলিশ সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এরকম গুলির মুখে পড়া হামলাকারীদের ভয়ঙ্কর মনের পরিচয় দেয়। দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা সদস্যরা নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পল্টনে এ অভিযান পরিচালিত হয়।

আহত দুই সদস্যের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।