ইসরায়েলি হামলায় ৫ দিনে ইরানে নিহত বেড়ে ৫৮৫, আহত সহস্রাধিক

- আপডেট সময় ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 18
গত পাঁচ দিনে ইরানে ইসরায়েলের বিমান হামলা, গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র-ড্রোন আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৩২৬ জন নাগরিক।
বুধবার মার্কিন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস’-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর থেকে রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক সদস্য এবং ২৩৯ জনকে বেসামরিক নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে, হামলার ঠিক পরদিন ১৪ জুন, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানায় তেহরানসহ আক্রান্ত শহরগুলোতে অন্তত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।
তবে ইরান সরকার হামলার ঘটনায় মৃত ও আহতের সংখ্যা নিয়মিতভাবে প্রকাশ করছে না। সর্বশেষ ১৭ জুন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১ হাজার ২৭৭ জন বলে জানানো হয়েছিল।
অন্যদিকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস দাবি করেছে, এই সংখ্যা আরও অনেক বেশি। সংঘর্ষের পঞ্চম দিনে তাদের প্রাপ্ত তথ্যে মৃতের সংখ্যা ৫৮৫ ছাড়িয়েছে, যা পূর্বের সরকারি ঘোষণার তুলনায় দ্বিগুণেরও বেশি।
এই ঘটনার পেছনে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য না এলেও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেসামরিক মানুষের প্রাণহানি এবং শহরাঞ্চলে হামলার মাত্রা নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্র সমালোচনা করছে।
উল্লেখ্য, চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। এতে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: এপি।