ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের ফাইনালে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশী তীরন্দাজ আব্দুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আর্চারিতে আবারও সোনালি সম্ভাবনা। ছয় বছর পর এশিয়া কাপে রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন তরুণ তীরন্দাজ আব্দুর রহমান আলিফ। রোমান সানার পর এবার তারই পথ ধরে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছেন তিনি।

সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপের পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছেন আব্দুর রহমান। আগামী ২০ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ জাপানের গাকুতো মিয়াতা। ফাইনালে জিতলেই রোমান সানার পাশে জায়গা করে নেবেন আলিফ, যিনি ২০১৯ সালে এই টুর্নামেন্টেই বাংলাদেশের জন্য স্বর্ণ জিতেছিলেন।

সেমিফাইনালে চাইনিজ তাইপের শক্তিশালী প্রতিপক্ষ পিন আন চেনকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন আব্দুর রহমান। যদিও ম্যাচের প্রথম সেটে ৯-১০ ব্যবধানে হেরে শুরু করেছিলেন তিনি। তবে দ্বিতীয় সেট ৯-৯ ড্র করে আত্মবিশ্বাস ফিরে পান এই তরুণ তীরন্দাজ। এরপর তৃতীয় সেটে ১০-৮ ব্যবধানে জিতে এগিয়ে যান, এবং শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

এর আগের রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের আরেক প্রতিদ্বন্দ্বী তাই-ইয়েন লিউকে হারিয়ে সেমিফাইনালের পথ পাকা করেছিলেন আব্দুর রহমান।

বাংলাদেশের আর্চারি অঙ্গনের জন্য এটি একটি বড় অর্জন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক পর্যায়ে এমন সফলতা তরুণ প্রজন্মের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।

এখন সবার চোখ ২০ জুনের ফাইনালে। রোমান সানার মতো আরেকটি স্বর্ণ জয়ে উল্লসিত হতে চায় পুরো দেশ। আব্দুর রহমানের হাতে যদি উঠে আসে বিজয়ের তীর, তবে তা হবে বাংলাদেশ আর্চারির ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায়।**

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপের ফাইনালে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশী তীরন্দাজ আব্দুর রহমান

আপডেট সময় ০৬:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

বাংলাদেশের আর্চারিতে আবারও সোনালি সম্ভাবনা। ছয় বছর পর এশিয়া কাপে রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন তরুণ তীরন্দাজ আব্দুর রহমান আলিফ। রোমান সানার পর এবার তারই পথ ধরে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছেন তিনি।

সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপের পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছেন আব্দুর রহমান। আগামী ২০ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ জাপানের গাকুতো মিয়াতা। ফাইনালে জিতলেই রোমান সানার পাশে জায়গা করে নেবেন আলিফ, যিনি ২০১৯ সালে এই টুর্নামেন্টেই বাংলাদেশের জন্য স্বর্ণ জিতেছিলেন।

সেমিফাইনালে চাইনিজ তাইপের শক্তিশালী প্রতিপক্ষ পিন আন চেনকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন আব্দুর রহমান। যদিও ম্যাচের প্রথম সেটে ৯-১০ ব্যবধানে হেরে শুরু করেছিলেন তিনি। তবে দ্বিতীয় সেট ৯-৯ ড্র করে আত্মবিশ্বাস ফিরে পান এই তরুণ তীরন্দাজ। এরপর তৃতীয় সেটে ১০-৮ ব্যবধানে জিতে এগিয়ে যান, এবং শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

এর আগের রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের আরেক প্রতিদ্বন্দ্বী তাই-ইয়েন লিউকে হারিয়ে সেমিফাইনালের পথ পাকা করেছিলেন আব্দুর রহমান।

বাংলাদেশের আর্চারি অঙ্গনের জন্য এটি একটি বড় অর্জন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক পর্যায়ে এমন সফলতা তরুণ প্রজন্মের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।

এখন সবার চোখ ২০ জুনের ফাইনালে। রোমান সানার মতো আরেকটি স্বর্ণ জয়ে উল্লসিত হতে চায় পুরো দেশ। আব্দুর রহমানের হাতে যদি উঠে আসে বিজয়ের তীর, তবে তা হবে বাংলাদেশ আর্চারির ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায়।**