০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা
ড্রাগন আর্কে নতুন তারার সন্ধান

মহাকাশের রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাফল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

মহাকাশের অসীম রহস্যের জগতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। এই প্রয়াসে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সম্প্রতি ড্রাগন আর্ক নামের একটি ছায়াপথে লুকিয়ে থাকা ৪৪টি নতুন তারার সন্ধান পেয়েছেন।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে এই তারাগুলো চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, ড্রাগন আর্ক ছায়াপথটি পৃথিবী থেকে প্রায় ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। এই তারাগুলো দীর্ঘদিন ধরে ছায়াপথের একটি অংশে লুকিয়ে ছিল। উল্লেখ্য, ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামের আরেকটি ছায়াপথের পেছনে অবস্থিত, যা এই রহস্যময় অঞ্চলটি গবেষণায় আরো চ্যালেঞ্জ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

নতুন তারাগুলো শনাক্ত করতে বিজ্ঞানীরা ‘মহাকর্ষীয় লেন্সিং’ পদ্ধতি ব্যবহার করেছেন। এই একই পদ্ধতিতে আগে ড্রাগন আর্ক ছায়াপথের সন্ধান মেলে। নতুন আবিষ্কার সম্পর্কে বিজ্ঞানী ম্যাথিল্ড জাউজাক জানিয়েছেন, শনাক্ত হওয়া তারাগুলোকে ‘লাল সুপারজায়ান্ট’ তারকা বলা হয়। এই ধরনের তারার পর্যবেক্ষণ অত্যন্ত জটিল এবং বিরল।

নিউজটি শেয়ার করুন

ড্রাগন আর্কে নতুন তারার সন্ধান

মহাকাশের রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাফল্য

আপডেট সময় ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

মহাকাশের অসীম রহস্যের জগতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। এই প্রয়াসে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সম্প্রতি ড্রাগন আর্ক নামের একটি ছায়াপথে লুকিয়ে থাকা ৪৪টি নতুন তারার সন্ধান পেয়েছেন।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে এই তারাগুলো চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, ড্রাগন আর্ক ছায়াপথটি পৃথিবী থেকে প্রায় ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। এই তারাগুলো দীর্ঘদিন ধরে ছায়াপথের একটি অংশে লুকিয়ে ছিল। উল্লেখ্য, ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামের আরেকটি ছায়াপথের পেছনে অবস্থিত, যা এই রহস্যময় অঞ্চলটি গবেষণায় আরো চ্যালেঞ্জ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

নতুন তারাগুলো শনাক্ত করতে বিজ্ঞানীরা ‘মহাকর্ষীয় লেন্সিং’ পদ্ধতি ব্যবহার করেছেন। এই একই পদ্ধতিতে আগে ড্রাগন আর্ক ছায়াপথের সন্ধান মেলে। নতুন আবিষ্কার সম্পর্কে বিজ্ঞানী ম্যাথিল্ড জাউজাক জানিয়েছেন, শনাক্ত হওয়া তারাগুলোকে ‘লাল সুপারজায়ান্ট’ তারকা বলা হয়। এই ধরনের তারার পর্যবেক্ষণ অত্যন্ত জটিল এবং বিরল।