০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোরের দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই এলাকায় আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশা বা চালকের অসাবধানতার কারণে দ্রুতগতির বাসটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অনেক যাত্রী আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নজমুল হক বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘন ঘন সড়ক দুর্ঘটনা ও বাসচালকদের বেপরোয়া গতির কারণে হতাহতের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা এই মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১৫

আপডেট সময় ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোরের দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই এলাকায় আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশা বা চালকের অসাবধানতার কারণে দ্রুতগতির বাসটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অনেক যাত্রী আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নজমুল হক বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘন ঘন সড়ক দুর্ঘটনা ও বাসচালকদের বেপরোয়া গতির কারণে হতাহতের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা এই মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।