১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 68

ছবি সংগৃহীত

 

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “উনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

সীমান্তে পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, “যদি আমাদের কোনো নাগরিক ভারতে অবস্থান করে, তবে তাকে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত। তবে সেটি নির্ধারিত প্রক্রিয়ায় (প্রোপার চ্যানেলে) হওয়া উচিত। দুঃখজনকভাবে ভারত জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তায় অমানবিকভাবে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আমাদের হাইকমিশনারকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টাও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

বিজ্ঞাপন

কোভিড মহামারির সম্ভাব্য বিস্তার রোধে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিন। খণ্ডিত রিপোর্ট পাশের দেশ নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।”

এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভি. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং তার সফরসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “উনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

সীমান্তে পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, “যদি আমাদের কোনো নাগরিক ভারতে অবস্থান করে, তবে তাকে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত। তবে সেটি নির্ধারিত প্রক্রিয়ায় (প্রোপার চ্যানেলে) হওয়া উচিত। দুঃখজনকভাবে ভারত জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তায় অমানবিকভাবে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আমাদের হাইকমিশনারকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টাও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

বিজ্ঞাপন

কোভিড মহামারির সম্ভাব্য বিস্তার রোধে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিন। খণ্ডিত রিপোর্ট পাশের দেশ নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।”

এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভি. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং তার সফরসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের কথা রয়েছে।