ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি : নাহিদ ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ’র মারধর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর থেকেই জাতীয় গ্রিডে রূপপুর বিদ্যুৎ: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 18

ছবি সংগৃহীত

 

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। খবর: বাসস।

অর্থ উপদেষ্টা বলেন, “রূপপুরে ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। ডিসেম্বরেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।”

বাজেট বক্তৃতায় তিনি আরও জানান, বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ২০২৪ সালের ৩ অক্টোবর নেপালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা মেটাতে সাশ্রয়ী দামে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এই আইনের আওতায় পূর্বে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যা সুপারিশ প্রদান করবে। একইসাথে ট্যারিফ কাঠামো পুনর্মূল্যায়ন ও দরপত্র প্রক্রিয়া নতুনভাবে পর্যালোচনার জন্য আরেকটি কমিটিও গঠন করা হয়েছে।”

এছাড়া, নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনগুলো ভূগর্ভস্থ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

সরকারের এই উদ্যোগগুলো বিদ্যুৎ খাতের সক্ষমতা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বর থেকেই জাতীয় গ্রিডে রূপপুর বিদ্যুৎ: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০১:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান। খবর: বাসস।

অর্থ উপদেষ্টা বলেন, “রূপপুরে ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। ডিসেম্বরেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।”

বাজেট বক্তৃতায় তিনি আরও জানান, বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ২০২৪ সালের ৩ অক্টোবর নেপালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা মেটাতে সাশ্রয়ী দামে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এই আইনের আওতায় পূর্বে সম্পাদিত সব চুক্তি পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, যা সুপারিশ প্রদান করবে। একইসাথে ট্যারিফ কাঠামো পুনর্মূল্যায়ন ও দরপত্র প্রক্রিয়া নতুনভাবে পর্যালোচনার জন্য আরেকটি কমিটিও গঠন করা হয়েছে।”

এছাড়া, নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনগুলো ভূগর্ভস্থ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

সরকারের এই উদ্যোগগুলো বিদ্যুৎ খাতের সক্ষমতা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।