০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ঈদ ফিরতি যাত্রার ১২ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

 

ঈদুল আজহার ছুটির পর ঘরমুখো মানুষের জন্য ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আগামী ১২ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ সোমবার (২ জুন)। বাংলাদেশ রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর ২টা থেকে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদের পরবর্তী সাত দিনের ট্রেন যাত্রার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, এবং ১১ জুনের টিকিট ১ জুনে বিক্রি সম্পন্ন হয়েছে।

পরবর্তী টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী—

* ১২ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ২ জুন,

* ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন,

* ১৪ জুনের টিকিট ৪ জুন, এবং

* ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাত্রীরা এবার সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের সময় সহযাত্রীদের নাম অবশ্যই টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে। তবে এই টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না।

প্রসঙ্গত, এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে ট্রেন সংখ্যা ও আসন সংযোজনসহ নানা প্রস্তুতি নিয়েছে। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির ফলে কাউন্টারে ভিড় কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ের ওয়েবসাইট ও নির্ধারিত অ্যাপে প্রবেশ করে যাত্রীরা সহজেই টিকিট কিনতে পারবেন। যাত্রার তারিখ অনুযায়ী নির্ধারিত দিনে টিকিট সংগ্রহে আগ্রহীদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে রেলওয়ের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তবে টিকিট কাটার সময় প্রযুক্তিগত জটিলতা যেন না থাকে, সে বিষয়েও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ঈদ ফিরতি যাত্রার ১২ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

 

ঈদুল আজহার ছুটির পর ঘরমুখো মানুষের জন্য ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আগামী ১২ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ সোমবার (২ জুন)। বাংলাদেশ রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর ২টা থেকে। এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদের পরবর্তী সাত দিনের ট্রেন যাত্রার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, এবং ১১ জুনের টিকিট ১ জুনে বিক্রি সম্পন্ন হয়েছে।

পরবর্তী টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী—

* ১২ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ২ জুন,

* ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন,

* ১৪ জুনের টিকিট ৪ জুন, এবং

* ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাত্রীরা এবার সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের সময় সহযাত্রীদের নাম অবশ্যই টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে। তবে এই টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না।

প্রসঙ্গত, এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে ট্রেন সংখ্যা ও আসন সংযোজনসহ নানা প্রস্তুতি নিয়েছে। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির ফলে কাউন্টারে ভিড় কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ের ওয়েবসাইট ও নির্ধারিত অ্যাপে প্রবেশ করে যাত্রীরা সহজেই টিকিট কিনতে পারবেন। যাত্রার তারিখ অনুযায়ী নির্ধারিত দিনে টিকিট সংগ্রহে আগ্রহীদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে রেলওয়ের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তবে টিকিট কাটার সময় প্রযুক্তিগত জটিলতা যেন না থাকে, সে বিষয়েও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।