ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাল ডাকাতরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীসহ যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মালামাল লুট করেছে। পুলিশের ধাওয়া থেকে বাঁচতে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ মে) ভোর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, তার ননদ প্রবাসী বিউটি আক্তার জর্দান ঢাকায় পৌঁছে টঙ্গী থেকে মাইক্রোবাস ভাড়া করেন। তাদের সঙ্গে ছিলেন শ্বশুর আব্দুল হামিদ, সম্পা ও শিশু সন্তান। পুষ্টকামুরী এলাকায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং ৭-৮ জন ডাকাত অস্ত্রসহ মাইক্রোবাসে চড়ে তাদের আটকায়।

ডাকাতরা মোবাইল ফোন ও নগদ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে হাইওয়ে পুলিশের রেকার চালক তুহিন মিয়া আহত হন এবং বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেছেন, টঙ্গী থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল ডাকাতদলের সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম জানিয়েছেন, ডাকাতি ঘটার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মাইক্রোবাস উদ্ধার করেছে এবং আহত পুলিশ সদস্যের চিকিৎসার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গত কিছু মাসে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাল ডাকাতরা

আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীসহ যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মালামাল লুট করেছে। পুলিশের ধাওয়া থেকে বাঁচতে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ মে) ভোর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, তার ননদ প্রবাসী বিউটি আক্তার জর্দান ঢাকায় পৌঁছে টঙ্গী থেকে মাইক্রোবাস ভাড়া করেন। তাদের সঙ্গে ছিলেন শ্বশুর আব্দুল হামিদ, সম্পা ও শিশু সন্তান। পুষ্টকামুরী এলাকায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং ৭-৮ জন ডাকাত অস্ত্রসহ মাইক্রোবাসে চড়ে তাদের আটকায়।

ডাকাতরা মোবাইল ফোন ও নগদ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে হাইওয়ে পুলিশের রেকার চালক তুহিন মিয়া আহত হন এবং বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেছেন, টঙ্গী থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল ডাকাতদলের সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম জানিয়েছেন, ডাকাতি ঘটার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মাইক্রোবাস উদ্ধার করেছে এবং আহত পুলিশ সদস্যের চিকিৎসার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গত কিছু মাসে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।