ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে এখন সাংবিধানিক কর্তৃত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের (ইসি) ওপর দায়িত্ব দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে আপিল বিভাগ জানায়, শপথ নিয়ে ইসিই এখন সিদ্ধান্ত নেবে।

এর আগে বুধবার (২৮ মে) হাইকোর্টের দেওয়া এক আদেশের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শুরু হয়। ওই আদেশে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছিল, যেখানে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

গত ২২ মে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত রায়ে বলেন, রিটকারীর এই ধরনের রিট করার আইনগত এখতিয়ার নেই।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মো. মামুনুর রশিদ। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে নগর ভবনের সামনে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। আন্দোলনের কারণে নগর ভবনে নাগরিক সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, “ইশরাক হোসেনের শপথ গ্রহণ এখন আদালতে বিচারাধীন একটি বিষয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি।”

রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছে। একদিকে আদালতের নির্দেশনার অপেক্ষা, অন্যদিকে নগরবাসী ভোগান্তির মধ্যে পড়ে গেছে নাগরিক সেবা বন্ধ থাকায়। নির্বাচন কমিশনের সাংবিধানিক সিদ্ধান্ত কী হবে এখন সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

আপডেট সময় ০৩:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে এখন সাংবিধানিক কর্তৃত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের (ইসি) ওপর দায়িত্ব দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে আপিল বিভাগ জানায়, শপথ নিয়ে ইসিই এখন সিদ্ধান্ত নেবে।

এর আগে বুধবার (২৮ মে) হাইকোর্টের দেওয়া এক আদেশের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ আবেদনের শুনানি শুরু হয়। ওই আদেশে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছিল, যেখানে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

গত ২২ মে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত রায়ে বলেন, রিটকারীর এই ধরনের রিট করার আইনগত এখতিয়ার নেই।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মো. মামুনুর রশিদ। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে নগর ভবনের সামনে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। আন্দোলনের কারণে নগর ভবনে নাগরিক সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, “ইশরাক হোসেনের শপথ গ্রহণ এখন আদালতে বিচারাধীন একটি বিষয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি।”

রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছে। একদিকে আদালতের নির্দেশনার অপেক্ষা, অন্যদিকে নগরবাসী ভোগান্তির মধ্যে পড়ে গেছে নাগরিক সেবা বন্ধ থাকায়। নির্বাচন কমিশনের সাংবিধানিক সিদ্ধান্ত কী হবে এখন সেটিই দেখার বিষয়।