ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজগঞ্জে মাত্র ২ মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, লণ্ডভণ্ড ৪ গ্রাম চাকরি না পেয়ে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে রাজবাড়ীর এনামুল হক সজিবের সাফল্য যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে: আলী রীয়াজ টানা বৃষ্টিতে পচে যাচ্ছে সবজি, ক্ষতির মুখে পটুয়াখালীর কৃষকরা সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও দ্রুজদের সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক

ভোলায় লঞ্চঘাটে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 39

ছবি: সংগৃহীত

 

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৮ মে ২০২৫) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা মধ্যরাত ২টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা অভিমুখী যাত্রীবাহী লঞ্চ ‘তাশরীফ-১’ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

আটকরা হলেন—ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। তাদের কাছ থেকে জব্দকৃত মাংসসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

প্রসঙ্গত, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার, হত্যা কিংবা হরিণের মাংস পরিবহন, সংগ্রহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার নদীভিত্তিক যাতায়াত ব্যবস্থা অপরাধীদের জন্য একটি সুবিধাজনক রুটে পরিণত হয়েছে। তবে কোস্ট গার্ডের নিয়মিত নজরদারি ও অভিযানের ফলে সাম্প্রতিক বছরগুলোতে পাচার রোধে কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এমন তৎপরতা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ভোলায় লঞ্চঘাটে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় ০১:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৮ মে ২০২৫) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা মধ্যরাত ২টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা অভিমুখী যাত্রীবাহী লঞ্চ ‘তাশরীফ-১’ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

আটকরা হলেন—ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। তাদের কাছ থেকে জব্দকৃত মাংসসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

প্রসঙ্গত, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার, হত্যা কিংবা হরিণের মাংস পরিবহন, সংগ্রহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার নদীভিত্তিক যাতায়াত ব্যবস্থা অপরাধীদের জন্য একটি সুবিধাজনক রুটে পরিণত হয়েছে। তবে কোস্ট গার্ডের নিয়মিত নজরদারি ও অভিযানের ফলে সাম্প্রতিক বছরগুলোতে পাচার রোধে কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এমন তৎপরতা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।