ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার সম্ভাবনা, বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

আসন্ন ঈদুল আজহা আগামী শুক্রবার, ৬ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

রবিবার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিউএএম) বরাতে জানানো হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী মঙ্গলবার (২৭ মে) টেলিস্কোপের মাধ্যমে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবুধাবি-ভিত্তিক এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, এশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু এলাকায় ২৭ মে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হবে। এমনকি, যুক্তরাষ্ট্রের কিছু অংশে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এই হিসাব অনুযায়ী, ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং তার ১০ম দিনে, অর্থাৎ ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে মুসলিম বিশ্বে।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমান নাগরিকদের আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষেই জিলহজ মাসের শুরুর দিন নির্ধারিত হবে, যার মধ্যে রয়েছে হজ ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইবাদত।

সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পাবেন, তাদের নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এই ঈদ উদযাপিত হয়। হজ পালন শেষে এই দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পালিত হয়।

জ্যোতির্বিদদের এই পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ মুসলিম দেশেই একই দিনে ঈদ পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার ওপর, যা আগামী ২৭ মে সন্ধ্যায় নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার সম্ভাবনা, বলছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

আপডেট সময় ০৪:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

আসন্ন ঈদুল আজহা আগামী শুক্রবার, ৬ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

রবিবার (২৫ মে) এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিউএএম) বরাতে জানানো হয়, ১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী মঙ্গলবার (২৭ মে) টেলিস্কোপের মাধ্যমে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবুধাবি-ভিত্তিক এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, এশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু এলাকায় ২৭ মে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হবে। এমনকি, যুক্তরাষ্ট্রের কিছু অংশে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এই হিসাব অনুযায়ী, ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং তার ১০ম দিনে, অর্থাৎ ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে মুসলিম বিশ্বে।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমান নাগরিকদের আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষেই জিলহজ মাসের শুরুর দিন নির্ধারিত হবে, যার মধ্যে রয়েছে হজ ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইবাদত।

সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পাবেন, তাদের নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে এই ঈদ উদযাপিত হয়। হজ পালন শেষে এই দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা পালিত হয়।

জ্যোতির্বিদদের এই পূর্বাভাস অনুযায়ী, বেশিরভাগ মুসলিম দেশেই একই দিনে ঈদ পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার ওপর, যা আগামী ২৭ মে সন্ধ্যায় নির্ধারিত হবে।