ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

মানব হাড় থেকে তৈরি ভয়ংকর মাদক ‘কুশ’ সহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

 

শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ২১ বছর বয়সী এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে বিপুল পরিমাণ প্রাণঘাতী সিনথেটিক মাদক ‘কুশ’ পাচারের অভিযোগে। ওই নারীর নাম চার্লট মে লি, যিনি দক্ষিণ লন্ডনের সাবেক বিমানসেবিকা।

শ্রীলঙ্কার কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের শুরুতে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার স্যুটকেসে ৪৬ কেজি ‘কুশ’ পাওয়া যায়, যা পশ্চিম আফ্রিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া একটি মাদক। ধারণা করা হয়, এই মাদক তৈরি হয় মানুষের হাড় গুঁড়িয়ে বিশেষভাবে প্রস্তুতকৃত রাসায়নিকের মাধ্যমে।

কাস্টমস জানিয়েছে, এটি দেশটির ইতিহাসে বিমানবন্দরে জব্দকৃত সবচেয়ে বড় মাদক চালান। জব্দ হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড।

চার্লট মে লি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার অজান্তেই কেউ মাদকের প্যাকেটগুলো তার লাগেজে ঢুকিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, “আমি জানি কে এটা করেছে”, তবে বিস্তারিত কিছু বলেননি। তিনি আরও বলেন, “আমি লাগেজ খুলেও দেখিনি। ধরে নিয়েছিলাম, শুধু আমার জিনিসপত্রই আছে।”

লি বর্তমানে কলম্বোর উত্তরের নেগোম্বো শহরের একটি কারাগারে রয়েছেন। তার আইনজীবীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি কংক্রিটের মেঝেতে ঘুমাচ্ছেন এবং কারাগারে কষ্টকর অবস্থায় আছেন। তবে তিনি নিয়মিত পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছিলেন। সেখান থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি শ্রীলঙ্কায় আসেন। শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ কাস্টমস কর্মকর্তা জানান, সম্প্রতি ব্যাংকক হয়ে দেশটিতে মাদক চোরাচালান বেড়ে গেছে। তারা প্রোফাইলিংয়ের মাধ্যমে লিকে শনাক্ত করে আটক করেন।

‘কুশ’ নামের এই মাদক পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে তরুণদের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সিয়েরা লিওনে এই মাদকের কারণে প্রতি সপ্তাহে বহু মানুষের মৃত্যু হচ্ছে। ব্যবহারকারীরা হাঁটার সময় ঘুমিয়ে পড়েন, মাটিতে পড়ে যান বা গাড়ির নিচে চলে যান বলে জানা গেছে।

মাদকের জন্য কঙ্কাল চুরির আশঙ্কায় সিয়েরা লিওনে কবরস্থান পাহারায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ২০২৪ সালে এ পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

এদিকে একই সময়ে ব্যাংকক থেকে যাত্রা করা অপর এক ব্রিটিশ নারী, ১৮ বছর বয়সী বেলা কুলিকে জর্জিয়ায় ১২ কেজি গাঁজা ও ২ কেজি হাশিশসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

নিউজটি শেয়ার করুন

মানব হাড় থেকে তৈরি ভয়ংকর মাদক ‘কুশ’ সহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

 

শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ২১ বছর বয়সী এক ব্রিটিশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে বিপুল পরিমাণ প্রাণঘাতী সিনথেটিক মাদক ‘কুশ’ পাচারের অভিযোগে। ওই নারীর নাম চার্লট মে লি, যিনি দক্ষিণ লন্ডনের সাবেক বিমানসেবিকা।

শ্রীলঙ্কার কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের শুরুতে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার স্যুটকেসে ৪৬ কেজি ‘কুশ’ পাওয়া যায়, যা পশ্চিম আফ্রিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া একটি মাদক। ধারণা করা হয়, এই মাদক তৈরি হয় মানুষের হাড় গুঁড়িয়ে বিশেষভাবে প্রস্তুতকৃত রাসায়নিকের মাধ্যমে।

কাস্টমস জানিয়েছে, এটি দেশটির ইতিহাসে বিমানবন্দরে জব্দকৃত সবচেয়ে বড় মাদক চালান। জব্দ হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড।

চার্লট মে লি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার অজান্তেই কেউ মাদকের প্যাকেটগুলো তার লাগেজে ঢুকিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, “আমি জানি কে এটা করেছে”, তবে বিস্তারিত কিছু বলেননি। তিনি আরও বলেন, “আমি লাগেজ খুলেও দেখিনি। ধরে নিয়েছিলাম, শুধু আমার জিনিসপত্রই আছে।”

লি বর্তমানে কলম্বোর উত্তরের নেগোম্বো শহরের একটি কারাগারে রয়েছেন। তার আইনজীবীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি কংক্রিটের মেঝেতে ঘুমাচ্ছেন এবং কারাগারে কষ্টকর অবস্থায় আছেন। তবে তিনি নিয়মিত পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছিলেন। সেখান থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি শ্রীলঙ্কায় আসেন। শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ কাস্টমস কর্মকর্তা জানান, সম্প্রতি ব্যাংকক হয়ে দেশটিতে মাদক চোরাচালান বেড়ে গেছে। তারা প্রোফাইলিংয়ের মাধ্যমে লিকে শনাক্ত করে আটক করেন।

‘কুশ’ নামের এই মাদক পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে তরুণদের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সিয়েরা লিওনে এই মাদকের কারণে প্রতি সপ্তাহে বহু মানুষের মৃত্যু হচ্ছে। ব্যবহারকারীরা হাঁটার সময় ঘুমিয়ে পড়েন, মাটিতে পড়ে যান বা গাড়ির নিচে চলে যান বলে জানা গেছে।

মাদকের জন্য কঙ্কাল চুরির আশঙ্কায় সিয়েরা লিওনে কবরস্থান পাহারায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ২০২৪ সালে এ পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

এদিকে একই সময়ে ব্যাংকক থেকে যাত্রা করা অপর এক ব্রিটিশ নারী, ১৮ বছর বয়সী বেলা কুলিকে জর্জিয়ায় ১২ কেজি গাঁজা ও ২ কেজি হাশিশসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ