ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার স্কুল তহবিলের সংকট: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৪ রাজ্যের মামলা গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৯৪, আহত শতাধিক ফ্রান্স সেনেগাল থেকে শেষ সামরিক ঘাঁটিও তুলে নিচ্ছে, পশ্চিম আফ্রিকায় ৬৫ বছরের উপস্থিতির অবসান ইরানের ওপর আরও হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, আলোচনা না হলে টার্গেট ২টি পারমাণবিক স্থাপনা রাশিয়া-চীন জ্বালানি বাণিজ্যে নতুন রেকর্ড, এলপিজি রপ্তানি বাড়ছে ৭৫০,০০০ টনে গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ পানিবন্দী ১৭ হাজার পরিবার: ২৪০ কোটি টাকার ক্ষতির চিত্র আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি

দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 24

ছবি সংগৃহীত

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। ওইদিনই জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র মতে, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

সেলিনা হায়াৎ আইভী একসময় নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির অন্যতম মুখ হলেও গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিরোধ এবং বিভিন্ন মামলা-জটিলতা বৃদ্ধি পায়।

আইভীর বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং সর্বশেষ রিমান্ড মঞ্জুর দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর মতে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, তবে সরকারপক্ষ বলছে—আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে

আপডেট সময় ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। ওইদিনই জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র মতে, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

সেলিনা হায়াৎ আইভী একসময় নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির অন্যতম মুখ হলেও গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিরোধ এবং বিভিন্ন মামলা-জটিলতা বৃদ্ধি পায়।

আইভীর বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং সর্বশেষ রিমান্ড মঞ্জুর দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর মতে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, তবে সরকারপক্ষ বলছে—আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।