গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের

- আপডেট সময় ০৬:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 1
বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে মান-অভিমান ও রাগ-বিরাগের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সব সময় সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকতে হবে।
রোববার (২৫ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে বক্তব্যে অংশ নেন তিনি।
তারেক রহমান বলেন, “এই মুহূর্তে দেশের জনগণের করণীয় হচ্ছে সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা। এটি অন্তর্বর্তীকালীন সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার জনগণকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের পক্ষ থেকে বারবার নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। “আমরা বিশ্বাস করি, এই সরকারের মাধ্যমেই যদি জনগণের মতামত প্রতিফলিত হয়, তাহলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব,” বলেন তিনি।
ভোটাধিকারের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংবিধানে জনগণের ভোটাধিকার থাকলেও তা প্রয়োগের সুযোগ দেয়নি বর্তমান আওয়ামী লীগ সরকার। তারা জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি। যদি সেই সময় জনগণের ভোটে সংসদ গঠিত হতো, তাহলে তাদের ফ্যাসিবাদী আচরণ করার সুযোগ থাকতো না।”
সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটিকে কখনো অল্প বা বেশি সংস্কার হিসেবে দেখা যায় না। সরকার বাজেট ঘোষণার আগেই এনবিআরকে সংস্কারের চাপ দিয়ে অস্থিরতা তৈরি করেছে, যা রাষ্ট্রীয় কার্যক্রমে অচলাবস্থা তৈরি করেছে।”
তিনি অভিযোগ করেন, সরকারের এই আচরণ স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা জনগণের স্বার্থ নয়, বরং নিজেদের ক্ষমতা রক্ষায় ব্যস্ত। “এই পরিস্থিতিতে জনগণকেই তাদের অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় হতে হবে,” বলেন তারেক রহমান।
তারেক রহমানের বক্তব্যে দেশব্যাপী সুষ্ঠু নির্বাচনের দাবির পাশাপাশি, সরকারের ব্যর্থতা ও জনগণের ভোটাধিকার হরণ নিয়ে কঠোর সমালোচনা উঠে আসে। তিনি বলেন, বিএনপি সব সময় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে এবং সেই লক্ষ্যে দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন বিকল্প শক্তি গড়ে তোলার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।