ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

 

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতল একটি বাংলাদেশি চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ পেয়েছে স্পেশাল মেনশন (Special Mention) যা উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবিটিকে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে সম্মাননা জানানো হয়েছে।

এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে দেশের শোবিজ অঙ্গনে। নির্মাতা আদনান আল রাজীব এবং ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তাঁদের মধ্যে শীর্ষ নায়ক শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।” জবাবে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”

‘আলী’ সিনেমাটি প্রদর্শিত হয় গত শুক্রবার, ২৪ মে, কানের মঞ্চে। এরপরেই আসে আন্তর্জাতিক এই স্বীকৃতি। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে আদনান লেখেন, “এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ, কান চলচ্চিত্র উৎসব।”

ছবিটির কাহিনিতে রয়েছে উপকূলীয় এক শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। এমন এক পরিবেশে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যেতে চায়। তার গান গাওয়া নিয়েই ঘনীভূত হয় রহস্য। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

এই সিনেমা কেবল একটি গল্প নয়, বরং বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও শিল্পের স্বাধীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন বিশ্বমঞ্চে আমাদের সিনেমার সম্ভাবনা ও প্রতিভার জানান দেয়।

‘আলী’-এর এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইলফলক। ভবিষ্যতের নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতল একটি বাংলাদেশি চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ পেয়েছে স্পেশাল মেনশন (Special Mention) যা উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবিটিকে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে সম্মাননা জানানো হয়েছে।

এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে দেশের শোবিজ অঙ্গনে। নির্মাতা আদনান আল রাজীব এবং ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তাঁদের মধ্যে শীর্ষ নায়ক শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।” জবাবে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”

‘আলী’ সিনেমাটি প্রদর্শিত হয় গত শুক্রবার, ২৪ মে, কানের মঞ্চে। এরপরেই আসে আন্তর্জাতিক এই স্বীকৃতি। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে আদনান লেখেন, “এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ, কান চলচ্চিত্র উৎসব।”

ছবিটির কাহিনিতে রয়েছে উপকূলীয় এক শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। এমন এক পরিবেশে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যেতে চায়। তার গান গাওয়া নিয়েই ঘনীভূত হয় রহস্য। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

এই সিনেমা কেবল একটি গল্প নয়, বরং বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও শিল্পের স্বাধীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অর্জন বিশ্বমঞ্চে আমাদের সিনেমার সম্ভাবনা ও প্রতিভার জানান দেয়।

‘আলী’-এর এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইলফলক। ভবিষ্যতের নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা।