ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজী নজরুলের জীবনী নিয়ে চলচ্চিত্র ও তাঁর রচনাবলী অনুবাদ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা মধুপুরে বনবাসীদের ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার জনগণের ন্যায্য দাবিতে সরকারের ‘মান-অভিমান’ চলবে না: তারেক রহমান দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প ২০২৫ সালে শিল্পের সঙ্গে শিল্পোউদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫। জ্যামাইকার সেন্টার ফর লার্নিং অ্যান্ড আর্টে অনুষ্ঠিত এ মেলা চলবে ২৬ মে পর্যন্ত। শনিবার (২৪ মে) বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় ঔপন্যাসিক ও কবি সাদাত হোসাইন।

বৃষ্টিস্নাত পরিবেশেও জমজমাট ছিল বইমেলার প্রথম দিন। স্টলজুড়ে ভিড় ছিল পাঠক-দর্শনার্থীদের। নতুন বইয়ের খোঁজে সাহিত্যপ্রেমীরা ব্যস্ত সময় কাটান স্টল থেকে স্টলে। মঞ্চে চলতে থাকে বাংলার লোকসংগীত ও নৃত্য পরিবেশনা, যার মধ্য দিয়ে উঠে আসে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ।

প্রথম দিনের আলোচনা পর্বে প্রবাসে বাংলা সাহিত্য চর্চা এবং তা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা অংশ নেন সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

এ বছরের বইমেলায় একটি বিশেষ আয়োজন ছিল দুই বাংলার ৩৪ জন গুণী ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানানো। অডিটোরিয়ামে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই বিশেষ আয়োজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় যুক্তরাষ্ট্রে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহিত্য সমালোচক ও দার্শনিক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম বীরপ্রতীক। সিতারার স্মৃতিচারণে উঠে আসে বইমেলা ও মুক্তিযুদ্ধের একাত্মতা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. রওনক জাহান অতিথি বক্তব্যে প্রবাসে বাংলা সাহিত্যের এমন ধারাবাহিক উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, গত ৩৪ বছর ধরে এই বইমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির বন্ধন গড়ে তুলেছে। মেলায় বাংলাদেশি ২৫টি প্রকাশনী অংশ নিচ্ছে, যারা কয়েক হাজার নতুন ও পুরনো বই এনেছে পাঠকদের জন্য।

চার দিনব্যাপী এই বইমেলায় প্রতিদিনই থাকছে লেখক-পাঠক আড্ডা, নতুন বইয়ের প্রকাশনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বিতর্ক ও সেমিনার। নিউ ইয়র্ক প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য এ বইমেলা যেন এক মিলনমেলা হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫

আপডেট সময় ০২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫। জ্যামাইকার সেন্টার ফর লার্নিং অ্যান্ড আর্টে অনুষ্ঠিত এ মেলা চলবে ২৬ মে পর্যন্ত। শনিবার (২৪ মে) বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় ঔপন্যাসিক ও কবি সাদাত হোসাইন।

বৃষ্টিস্নাত পরিবেশেও জমজমাট ছিল বইমেলার প্রথম দিন। স্টলজুড়ে ভিড় ছিল পাঠক-দর্শনার্থীদের। নতুন বইয়ের খোঁজে সাহিত্যপ্রেমীরা ব্যস্ত সময় কাটান স্টল থেকে স্টলে। মঞ্চে চলতে থাকে বাংলার লোকসংগীত ও নৃত্য পরিবেশনা, যার মধ্য দিয়ে উঠে আসে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ।

প্রথম দিনের আলোচনা পর্বে প্রবাসে বাংলা সাহিত্য চর্চা এবং তা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা অংশ নেন সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

এ বছরের বইমেলায় একটি বিশেষ আয়োজন ছিল দুই বাংলার ৩৪ জন গুণী ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানানো। অডিটোরিয়ামে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই বিশেষ আয়োজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় যুক্তরাষ্ট্রে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহিত্য সমালোচক ও দার্শনিক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম বীরপ্রতীক। সিতারার স্মৃতিচারণে উঠে আসে বইমেলা ও মুক্তিযুদ্ধের একাত্মতা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. রওনক জাহান অতিথি বক্তব্যে প্রবাসে বাংলা সাহিত্যের এমন ধারাবাহিক উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, গত ৩৪ বছর ধরে এই বইমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির বন্ধন গড়ে তুলেছে। মেলায় বাংলাদেশি ২৫টি প্রকাশনী অংশ নিচ্ছে, যারা কয়েক হাজার নতুন ও পুরনো বই এনেছে পাঠকদের জন্য।

চার দিনব্যাপী এই বইমেলায় প্রতিদিনই থাকছে লেখক-পাঠক আড্ডা, নতুন বইয়ের প্রকাশনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বিতর্ক ও সেমিনার। নিউ ইয়র্ক প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য এ বইমেলা যেন এক মিলনমেলা হয়ে উঠেছে।