ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজী নজরুলের জীবনী নিয়ে চলচ্চিত্র ও তাঁর রচনাবলী অনুবাদ করা হবে: সংস্কৃতি উপদেষ্টা মধুপুরে বনবাসীদের ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার জনগণের ন্যায্য দাবিতে সরকারের ‘মান-অভিমান’ চলবে না: তারেক রহমান দুই দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক মেয়র আইভীকে ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প ২০২৫ সালে শিল্পের সঙ্গে শিল্পোউদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি লোহার রড এবং একটি পাটের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সারওয়ার (২৪), শাহীন (২৮), তাইজুল ইসলাম তারেক (২১), সাব্বির (২৩), রনি (৩২) এবং ফয়সাল (২৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকায় ডাকাতি রোধে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতে টহলের সময় সন্দেহজনকভাবে তাদের অবস্থান লক্ষ্য করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়।”

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সারওয়ারের বিরুদ্ধে একটি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে দুটি, রনির বিরুদ্ধে দুটি এবং ফয়সালের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি লোহার রড এবং একটি পাটের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সারওয়ার (২৪), শাহীন (২৮), তাইজুল ইসলাম তারেক (২১), সাব্বির (২৩), রনি (৩২) এবং ফয়সাল (২৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকায় ডাকাতি রোধে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতে টহলের সময় সন্দেহজনকভাবে তাদের অবস্থান লক্ষ্য করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়।”

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সারওয়ারের বিরুদ্ধে একটি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে দুটি, রনির বিরুদ্ধে দুটি এবং ফয়সালের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।