০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

বনানীতে রেডিমিক্স ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর বনানীতে একটি রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী ফ্লাইওভারের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা একটি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি রেডিমিক্স ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি থামানো হয় এবং চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার কারণে বনানী ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীতে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার হার বেড়ে চলেছে। বিশেষত, ভারী যানবাহনের অসতর্ক চালনা এবং ফ্লাইওভারে গতিসীমা না মানার প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন ট্রাফিক বিশেষজ্ঞরা।

বনানীর এই দুর্ঘটনাও রাজধানীর নাগরিক নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

বনানীতে রেডিমিক্স ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

রাজধানীর বনানীতে একটি রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী ফ্লাইওভারের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা একটি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি রেডিমিক্স ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি থামানো হয় এবং চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার কারণে বনানী ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীতে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার হার বেড়ে চলেছে। বিশেষত, ভারী যানবাহনের অসতর্ক চালনা এবং ফ্লাইওভারে গতিসীমা না মানার প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন ট্রাফিক বিশেষজ্ঞরা।

বনানীর এই দুর্ঘটনাও রাজধানীর নাগরিক নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।