ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় এক কোটির চোরাই পণ্য জব্দ যশোর-চুয়াডাঙ্গা রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিরাজগঞ্জে মাত্র ২ মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, লণ্ডভণ্ড ৪ গ্রাম চাকরি না পেয়ে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে রাজবাড়ীর এনামুল হক সজিবের সাফল্য যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

পরিস্থিতি বিবেচনায় দেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং আসন্ন জুলাই মাসে ঘোষিত গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনার লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে প্রতিটি দলের একজন করে প্রতিনিধি অংশ নেবেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন উপদেষ্টা আমাকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল বিকেল ৫টা থেকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণের বিষয়ে আমাকে জানতে চাওয়া হয়েছে।”

এদিকে শনিবার রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং একটি সমাধানমূলক সংলাপের জন্য এই সর্বদলীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বৈঠকটি ঘিরে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

পরিস্থিতি বিবেচনায় দেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর সরকারি বাসভবন ‘যমুনা’-তে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং আসন্ন জুলাই মাসে ঘোষিত গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া দলগুলোর সঙ্গে আলোচনার লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে প্রতিটি দলের একজন করে প্রতিনিধি অংশ নেবেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন উপদেষ্টা আমাকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল বিকেল ৫টা থেকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণের বিষয়ে আমাকে জানতে চাওয়া হয়েছে।”

এদিকে শনিবার রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং একটি সমাধানমূলক সংলাপের জন্য এই সর্বদলীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বৈঠকটি ঘিরে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।