ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি নির্বাচিত হলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল থাইল্যান্ডে পুলিশ হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত চার দাবিতে এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নবীনগরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল পুঁজিবাজার থেকে উধাও ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয় ভট্টাচার্যের বিস্ফোরক দাবি ওষুধ ছাড়াই ইউরিক এসিড নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন!

সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ মে) গুজরাটের বনসকাঁথা জেলার সীমান্তবর্তী এলাকায়।

শনিবার (২৪ মে) বিএসএফ এক বিবৃতিতে জানায়, সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে সতর্ক নজরে রাখছিল বিএসএফ জওয়ানরা। তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ করলে তিনি সতর্কবার্তা অগ্রাহ্য করে সামনে এগিয়ে যান। তখন বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। বিএসএফ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।

গুজরাটের বনসকাঁথা জেলা পাকিস্তান সীমান্তঘেঁষা একটি সংবেদনশীল এলাকা। এর কৌশলগত অবস্থানের কারণে সেখানে সর্বদা বাড়তি নজরদারি চালিয়ে থাকে বিএসএফ।
ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে প্রায়শই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, যা নিরাপত্তা বাহিনীর জন্য নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এবার বিএসএফের তৎপরতায় বড় কোনো অনুপ্রবেশমূলক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর

আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ মে) গুজরাটের বনসকাঁথা জেলার সীমান্তবর্তী এলাকায়।

শনিবার (২৪ মে) বিএসএফ এক বিবৃতিতে জানায়, সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসা এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে সতর্ক নজরে রাখছিল বিএসএফ জওয়ানরা। তিনি সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ করলে তিনি সতর্কবার্তা অগ্রাহ্য করে সামনে এগিয়ে যান। তখন বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। বিএসএফ সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।

গুজরাটের বনসকাঁথা জেলা পাকিস্তান সীমান্তঘেঁষা একটি সংবেদনশীল এলাকা। এর কৌশলগত অবস্থানের কারণে সেখানে সর্বদা বাড়তি নজরদারি চালিয়ে থাকে বিএসএফ।
ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে প্রায়শই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, যা নিরাপত্তা বাহিনীর জন্য নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এবার বিএসএফের তৎপরতায় বড় কোনো অনুপ্রবেশমূলক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।