ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি নির্বাচিত হলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল থাইল্যান্ডে পুলিশ হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত চার দাবিতে এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নবীনগরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল পুঁজিবাজার থেকে উধাও ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয় ভট্টাচার্যের বিস্ফোরক দাবি ওষুধ ছাড়াই ইউরিক এসিড নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন!

২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬১৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে গত একদিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন ১ হাজার ৭৪৪ জন।

অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি দেশি তৈরি পিস্তল, ১টি শুটারগান ও ৩টি দেশি এলজি। পাশাপাশি ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশ, র‍্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নেন। এই ধরণের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালালে অপরাধের হার কমবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি কয়েক দফায় সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানের কার্যকারিতা এখন দৃশ্যমান।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৬১৪ জনকে আটক করা হয়। সবমিলিয়ে গত একদিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন ১ হাজার ৭৪৪ জন।

অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি দেশি তৈরি পিস্তল, ১টি শুটারগান ও ৩টি দেশি এলজি। পাশাপাশি ৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর পুলিশ, র‍্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরা অংশ নেন। এই ধরণের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান চালালে অপরাধের হার কমবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি কয়েক দফায় সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযানের কার্যকারিতা এখন দৃশ্যমান।