ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি : নাহিদ ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ’র মারধর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদ সামনে রেখে আজ খোলা অফিস ও ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

 

আজ শনিবার, ২৪ মে যদিও এটি নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন, তবুও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ খোলা রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।

সরকারের ঘোষণা অনুযায়ী, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে। এ দীর্ঘ ছুটির সমন্বয়ে কর্মদিবসের ঘাটতি পূরণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, ঈদের আগে দু’টি শনিবার ১৭ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সব সরকারি ও বেসরকারি অফিসে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চলবে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে জানিয়েছে, দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আজ খোলা থাকবে। ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। একইসঙ্গে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন চালু রাখার ঘোষণা দিয়েছে। শেয়ারবাজারে অন্যান্য কর্মদিবসের মতো আজও স্বাভাবিক লেনদেন হবে।

এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালতেও আজ দাপ্তরিক কার্যক্রম ও বিচারিক কার্যক্রম যথারীতি চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার নির্বাহী আদেশে ঘোষিত ১১ ও ১২ জুনের ছুটির পরিবর্তে ১৭ ও ২৪ মে, এই দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আজকের দিনে কর্মজীবীদের অনেকেই অফিসমুখী হয়েছেন। যদিও এটি নিয়মিত ছুটির দিন, সরকারি নির্দেশনার কারণে কর্মদিবস হিসেবে পালন করা হচ্ছে।

উল্লেখ্য, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় তা কার্যকরভাবে পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে যাতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত না হয় এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো সচল থাকে।

এভাবে, ঈদ পূর্ববর্তী ব্যস্ত সময়েও দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক গতি বজায় রাখতে সচেষ্ট রয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আসন্ন ঈদ সামনে রেখে আজ খোলা অফিস ও ব্যাংক

আপডেট সময় ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

 

আজ শনিবার, ২৪ মে যদিও এটি নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন, তবুও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ খোলা রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।

সরকারের ঘোষণা অনুযায়ী, ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে। এ দীর্ঘ ছুটির সমন্বয়ে কর্মদিবসের ঘাটতি পূরণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, ঈদের আগে দু’টি শনিবার ১৭ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সব সরকারি ও বেসরকারি অফিসে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চলবে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে জানিয়েছে, দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আজ খোলা থাকবে। ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। একইসঙ্গে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন চালু রাখার ঘোষণা দিয়েছে। শেয়ারবাজারে অন্যান্য কর্মদিবসের মতো আজও স্বাভাবিক লেনদেন হবে।

এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালতেও আজ দাপ্তরিক কার্যক্রম ও বিচারিক কার্যক্রম যথারীতি চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার নির্বাহী আদেশে ঘোষিত ১১ ও ১২ জুনের ছুটির পরিবর্তে ১৭ ও ২৪ মে, এই দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আজকের দিনে কর্মজীবীদের অনেকেই অফিসমুখী হয়েছেন। যদিও এটি নিয়মিত ছুটির দিন, সরকারি নির্দেশনার কারণে কর্মদিবস হিসেবে পালন করা হচ্ছে।

উল্লেখ্য, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় তা কার্যকরভাবে পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে যাতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত না হয় এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো সচল থাকে।

এভাবে, ঈদ পূর্ববর্তী ব্যস্ত সময়েও দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক গতি বজায় রাখতে সচেষ্ট রয়েছে সরকার।