ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা ইউরোপে সর্বোচ্চ অবসরের বয়সের রেকর্ড গড়ছে ডেনমার্ক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা ভোলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়া এলাকার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্টে পরিচালিত এক বিশেষ অভিযানে ৭১ জন বাংলাদেশিসহ মোট ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা।

গত বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ হাজার ৫৯৭ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই শেষে যাদের বৈধ কাগজ ছিল না কিংবা যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের আটক করা হয়। শুক্রবার (২৩ মে) মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়।

আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২০১ জন, মিয়ানমারের ২২৬ জন, পাকিস্তানের ৪৬ জন, নেপালের ৪৪ জন, ভারতের ৮ জন এবং থাইল্যান্ডের একজন নাগরিক রয়েছেন। আটকদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে, যাদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী।

এ অভিযানে অংশ নেয় সেলাঙ্গর, পুত্রজায়া ও কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ, সাধারণ অপারেশন ফোর্স (পিজিএ), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), এবং পেতালিং জয়া সিটি কাউন্সিলসহ মোট ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) দাতুক জাফরি এমবক তাহা জানান, আটককৃতদের মধ্যে কেউ রেস্টুরেন্টে, কেউ মুদির দোকানে বা বিভিন্ন ধরনের ছোট ব্যবসায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, ভিসার মেয়াদ উত্তীর্ণ, অবৈধ পারমিট বহন এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আটকদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীকে আশ্রয় বা নিয়োগ দেয়, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং মানব পাচারবিরোধী আইন ২০০৭ প্রয়োগ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী আটক

আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়া এলাকার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্টে পরিচালিত এক বিশেষ অভিযানে ৭১ জন বাংলাদেশিসহ মোট ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা।

গত বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ হাজার ৫৯৭ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই শেষে যাদের বৈধ কাগজ ছিল না কিংবা যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের আটক করা হয়। শুক্রবার (২৩ মে) মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়।

আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২০১ জন, মিয়ানমারের ২২৬ জন, পাকিস্তানের ৪৬ জন, নেপালের ৪৪ জন, ভারতের ৮ জন এবং থাইল্যান্ডের একজন নাগরিক রয়েছেন। আটকদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে, যাদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী।

এ অভিযানে অংশ নেয় সেলাঙ্গর, পুত্রজায়া ও কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ, সাধারণ অপারেশন ফোর্স (পিজিএ), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), এবং পেতালিং জয়া সিটি কাউন্সিলসহ মোট ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) দাতুক জাফরি এমবক তাহা জানান, আটককৃতদের মধ্যে কেউ রেস্টুরেন্টে, কেউ মুদির দোকানে বা বিভিন্ন ধরনের ছোট ব্যবসায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, ভিসার মেয়াদ উত্তীর্ণ, অবৈধ পারমিট বহন এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আটকদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীকে আশ্রয় বা নিয়োগ দেয়, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং মানব পাচারবিরোধী আইন ২০০৭ প্রয়োগ করা হয়েছে।