ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা বহাল, শপথে আর বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে ২১ মে শুনানি শেষে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ১৪ মে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিতে হাইকোর্টে রিট আবেদন করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তবে দীর্ঘ তিন বছর পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ঐ নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি হাতে পেয়ে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে, গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় রাজধানীর নগর ভবন ও মৎস ভবনের সামনে টানা কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের দাবিতে নানা স্লোগান ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে এবার ইশরাকের শপথে আর কোনো বাধা থাকছে না বলে মনে করছেন তার আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা বহাল, শপথে আর বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ

আপডেট সময় ১২:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে ২১ মে শুনানি শেষে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ১৪ মে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিতে হাইকোর্টে রিট আবেদন করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তবে দীর্ঘ তিন বছর পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ঐ নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি হাতে পেয়ে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে, গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় রাজধানীর নগর ভবন ও মৎস ভবনের সামনে টানা কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের দাবিতে নানা স্লোগান ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে এবার ইশরাকের শপথে আর কোনো বাধা থাকছে না বলে মনে করছেন তার আইনজীবীরা।