ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আরও অঞ্চল দখলে নিতে চান পুতিন, বিচলিত নন ট্রাম্পের নিষেধাজ্ঞায় ডার্কসাইটে ৫.৫ কোটি নাগরিকের তথ্য ফাঁস, আসছে নতুন আইন: ফয়েজ আহমদ দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব হলেন মোহাম্মদ খালেদ রহীম ডলার ও বন্ডের সুদ বেড়েছে, বিপাকে ইয়েন ও বৈশ্বিক মুদ্রাবাজার কিংবদন্তি শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা শিং ওরফে ‘টারবানড টর্পেডো’ সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ নীতিসুদ কমাল বাংলাদেশ ব্যাংক, ঋণপ্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক গভীর শ্রদ্ধায় ও রাষ্ট্রীয় শোকে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: প্রেস উইং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতপার্থক্য নেই, ভবিষ্যতে গণভোটে সিদ্ধান্ত: আলী রীয়াজ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,০১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ১,৫৩৩ জনকে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া ও জনসংযোগ বিভাগের ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত একযোগে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মামলাভুক্ত এবং আদালতের ওয়ারেন্ট থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা দেশের নাগরিকদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকেও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,০১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ১,৫৩৩ জনকে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া ও জনসংযোগ বিভাগের ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত একযোগে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মামলাভুক্ত এবং আদালতের ওয়ারেন্ট থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা দেশের নাগরিকদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকেও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।