ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,০১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ১,৫৩৩ জনকে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া ও জনসংযোগ বিভাগের ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত একযোগে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মামলাভুক্ত এবং আদালতের ওয়ারেন্ট থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা দেশের নাগরিকদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকেও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,০১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ১,৫৩৩ জনকে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া ও জনসংযোগ বিভাগের ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত একযোগে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মামলাভুক্ত এবং আদালতের ওয়ারেন্ট থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা দেশের নাগরিকদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকেও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।