ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে ভিনিসিয়ুস-গুলারের জোড়ায় নাটকীয় জয় রিয়ালের বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৈঠক হতে পারে রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এ সফরকালে তিনি ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরের সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা।

গত কয়েক বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়। জানা গেছে, এই পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। তাই যুক্তরাজ্যের সঙ্গে অর্থ ফেরত আনার যৌথ কৌশল নিয়ে আলোচনা করতেই এই সফরের আয়োজন। সফরে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পারেন বলে সূত্রে জানা গেছে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক অর্থায়ন দিন দিন কমে আসছে, ফলে ক্যাম্পভিত্তিক মানবিক সেবায় নতুন সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্য এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দাতা দেশ হওয়ায় প্রধান উপদেষ্টা তার সফরে এই বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করবেন।

এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে, এই সফরকে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৈঠক হতে পারে রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে

আপডেট সময় ০২:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এ সফরকালে তিনি ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরের সময়সূচি ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা।

গত কয়েক বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়। জানা গেছে, এই পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। তাই যুক্তরাজ্যের সঙ্গে অর্থ ফেরত আনার যৌথ কৌশল নিয়ে আলোচনা করতেই এই সফরের আয়োজন। সফরে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হতে পারেন বলে সূত্রে জানা গেছে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক অর্থায়ন দিন দিন কমে আসছে, ফলে ক্যাম্পভিত্তিক মানবিক সেবায় নতুন সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্য এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দাতা দেশ হওয়ায় প্রধান উপদেষ্টা তার সফরে এই বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করবেন।

এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে, এই সফরকে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।