০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 64

ছবি: সংগৃহীত

 

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজনের পাঁয়তারা চলছে। সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন কেউ বিলীন করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে—তা প্রতিহত করতে হবে। সমস্ত চক্রান্ত রুখে দাঁড়াতে হবে সংগঠিতভাবে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপি কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

মূল দিবস ৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। তবে ওই দুই দিন (২৭ ও ২৮ মে) মৃত্যুবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান সরকার চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজনের পাঁয়তারা চলছে। সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন কেউ বিলীন করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে—তা প্রতিহত করতে হবে। সমস্ত চক্রান্ত রুখে দাঁড়াতে হবে সংগঠিতভাবে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপি কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

মূল দিবস ৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। তবে ওই দুই দিন (২৭ ও ২৮ মে) মৃত্যুবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান সরকার চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।