শাহরিয়ার সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

- আপডেট সময় ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 7
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে টানা বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এই অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আন্দোলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে উত্তাল স্লোগান উঠে: “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “সাম্য হত্যার বিচার চাই”, “উই ওয়ান্ট জাস্টিস” এই প্রতিবাদে কেঁপে ওঠে শাহবাগ চত্বর। ছাত্রদল নেতারা বলেন, “শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে, তবে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ থেমে থাকবে না।”
প্রসঙ্গত, ১৩ মে রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন তার বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।
ছাত্রদল দাবি জানিয়েছে, এ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয় এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রদলের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, প্রয়োজন হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।