ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯ শিশুদের মাঝে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা: রিজওয়ানা হাসান বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 57

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মাটিকাটা এলাকায় ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রটির ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত প্রায় দুটার দিকে শুরু হওয়া এ অভিযান চলে ভোর পাঁচটা পর্যন্ত। এ সময় গ্যাং সদস্যদের কাছ থেকে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়াতে সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা চালায়। তবে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্যাং সদস্যরা পালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মাটিকাটা এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণে ছিল সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসীরা। তারা আশা প্রকাশ করেন, এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে, গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

রাজধানীর মাটিকাটা এলাকায় ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রটির ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত প্রায় দুটার দিকে শুরু হওয়া এ অভিযান চলে ভোর পাঁচটা পর্যন্ত। এ সময় গ্যাং সদস্যদের কাছ থেকে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়াতে সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা চালায়। তবে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্যাং সদস্যরা পালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মাটিকাটা এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণে ছিল সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসীরা। তারা আশা প্রকাশ করেন, এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে, গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।