ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের (মোহাম্মদ আল জোলানি) সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকটি ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে হয়, যা শুরু হয়েছিল গত মঙ্গলবার (১৩ মে)। রিয়াদে এক ভাষণে ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। এ ঘোষণা আসে বাশার আল আসাদের সরকারের পতনের প্রায় ছয় মাস পর।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ বছরে এই প্রথমবার কোনো সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন কোনো মার্কিন প্রেসিডেন্ট, যা ঐতিহাসিক ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। বৈঠকটি প্রায় ৩৩ মিনিট স্থায়ী হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প বৈঠকে আহ্বান জানান যে, আইএস-এর পুনরুত্থান ঠেকাতে সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে একযোগে কাজ করতে হবে।

জবাবে প্রেসিডেন্ট আল-শারার সম্মতি জানিয়ে বলেন, সিরিয়া থেকে ইরানি বাহিনী সরে যাওয়ায় এটি এক বড় সুযোগ। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র নির্মূলে ওয়াশিংটনের সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রস্তুত দামেস্ক।

ট্রাম্প আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্টকে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল করতে হবে এবং ফিলিস্তিনি সন্ত্রাসীদের দমনেও ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি সিরিয়ার প্রতি আহ্বান জানান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও।

আল জাজিরার সিরিয়া প্রতিনিধি ইমরান খান জানান, এই বৈঠক মূলত সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রয়টার্স জানায়, এই বৈঠকের পর ট্রাম্প জিসিসি-ইউএস সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার কথা বলেন।

এই বৈঠককে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক আলোচনার নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের নব অধ্যায়: রিয়াদে ট্রাম্প-আল-শারার ঐতিহাসিক বৈঠক

আপডেট সময় ০৫:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের (মোহাম্মদ আল জোলানি) সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকটি ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে হয়, যা শুরু হয়েছিল গত মঙ্গলবার (১৩ মে)। রিয়াদে এক ভাষণে ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। এ ঘোষণা আসে বাশার আল আসাদের সরকারের পতনের প্রায় ছয় মাস পর।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ বছরে এই প্রথমবার কোনো সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন কোনো মার্কিন প্রেসিডেন্ট, যা ঐতিহাসিক ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। বৈঠকটি প্রায় ৩৩ মিনিট স্থায়ী হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প বৈঠকে আহ্বান জানান যে, আইএস-এর পুনরুত্থান ঠেকাতে সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে একযোগে কাজ করতে হবে।

জবাবে প্রেসিডেন্ট আল-শারার সম্মতি জানিয়ে বলেন, সিরিয়া থেকে ইরানি বাহিনী সরে যাওয়ায় এটি এক বড় সুযোগ। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র নির্মূলে ওয়াশিংটনের সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রস্তুত দামেস্ক।

ট্রাম্প আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্টকে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল করতে হবে এবং ফিলিস্তিনি সন্ত্রাসীদের দমনেও ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি সিরিয়ার প্রতি আহ্বান জানান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও।

আল জাজিরার সিরিয়া প্রতিনিধি ইমরান খান জানান, এই বৈঠক মূলত সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রয়টার্স জানায়, এই বৈঠকের পর ট্রাম্প জিসিসি-ইউএস সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনার কথা বলেন।

এই বৈঠককে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক আলোচনার নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।