শিরোনাম :
রূপচর্চায় বিপজ্জনক উপাদান

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 11
বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং সামাজিক মাধ্যমে ত্বকের যত্ন নিয়ে বিভিন্ন টিপস ও ভিডিও ভাইরাল হচ্ছে। কিছু মানুষ দাবি করছেন, বিশেষ ফেসপ্যাক ব্যবহার করে তারকাদের মতো উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব, আবার কেউ বলেন ঘরোয়া উপাদানেই অসাধারণ ফল মিলবে। তবে এসব অন্ধভাবে অনুসরণ করলে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনা বেশি। কিছু উপাদান আছে, যেগুলো মুখে লাগানো একেবারেই উচিত নয়, কারণ এগুলো ত্বকের স্বাভাবিক পিএইচ ব্যালান্স নষ্ট করে এবং চর্মরোগ ডেকে আনতে পারে। চলুন, দেখে নিই এমন কিছু উপাদান:
- বেকিং সোডা: অনেকেই ব্রণ কমাতে এটি ব্যবহার করেন, কিন্তু মুখে লাগালে ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট হয় এবং জ্বালাভাব সৃষ্টি করে।
- নারিকেল তেল: এটি খুব ঘন, ফলে মুখে সরাসরি ব্যবহার করলে ছিদ্র বন্ধ হয়ে মৃত কোষ জমে ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণ বাড়তে পারে। এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
- মেয়োনিজ: চুলের জন্য উপকারী হলেও মুখে ব্যবহার করা উচিত নয়। এটি ছিদ্র বন্ধ করে র্যাশ, অ্যালার্জি ও শুষ্কতা সৃষ্টি করতে পারে।
- লেবুর রস: সীমিত পরিমাণে ফেসপ্যাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সরাসরি মুখে লাগালে ত্বক পুড়ে যেতে পারে।
- বডি লোশন: শরীরের জন্য তৈরি হওয়ায় মুখে লাগালে এতে তৈলাক্তভাব এবং অ্যালার্জি দেখা দিতে পারে।
- চিনি: স্ক্রাবের জন্য জনপ্রিয় হলেও মুখে ব্যবহার করলে সূক্ষ্ম ক্ষত সৃষ্টি করতে পারে এবং ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
- অ্যালকোহল: অ্যালকোহল বা অ্যালকোহলযুক্ত প্রসাধনী ব্যবহার করলে তা কোষের ক্ষতি করতে পারে এবং সোরিয়াসিসের মতো সমস্যা তৈরি করতে পারে।
সৌন্দর্যচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো, তবে সঠিক জ্ঞান ও চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। কারণ, প্রত্যেকের ত্বকের প্রকৃতি আলাদা। তাই ত্বকের যত্নে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।