০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দুর্নীতির অভিযোগে পররাষ্ট্রসচিবসহ ছয় সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

দুর্নীতি, পররাষ্ট্রসচিব, সাবেকসচিব, অফিসার্সক্লাব
  • আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

 

দুর্নীতি ও অপরাধে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ ছয় সাবেক শীর্ষ কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব। গতকাল সোমবার ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি ও অনৈতিক অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তাদের নৈতিক স্খলনের অভিযোগে সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছাড়াও যাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তারা হলেন—সাবেক সচিব এম এ কাদের সরকার, দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ জহিরুল হক, সাবেক সিনিয়র সচিব ও পিএসসির সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার জানান, গঠনতন্ত্র অনুযায়ী যাঁদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায় কিংবা মামলা বিচারাধীন থাকে, তাঁদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আদালতে নির্দোষ প্রমাণিত হলে ক্লাব সদস্যপদ পুনর্বহাল করা হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে জসীম উদ্দিনকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অফিসার্স ক্লাব একটি সরকারি কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন, যার চেয়ারম্যান পদে থাকেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে আরও ১০৬ জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ ৭০ জন সচিব।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে অফিসার্স ক্লাবের এই পদক্ষেপ প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন।

 

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির অভিযোগে পররাষ্ট্রসচিবসহ ছয় সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

দুর্নীতি ও অপরাধে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ ছয় সাবেক শীর্ষ কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব। গতকাল সোমবার ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি ও অনৈতিক অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তাদের নৈতিক স্খলনের অভিযোগে সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছাড়াও যাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তারা হলেন—সাবেক সচিব এম এ কাদের সরকার, দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ জহিরুল হক, সাবেক সিনিয়র সচিব ও পিএসসির সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার জানান, গঠনতন্ত্র অনুযায়ী যাঁদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায় কিংবা মামলা বিচারাধীন থাকে, তাঁদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আদালতে নির্দোষ প্রমাণিত হলে ক্লাব সদস্যপদ পুনর্বহাল করা হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে জসীম উদ্দিনকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অফিসার্স ক্লাব একটি সরকারি কর্মকর্তাদের কল্যাণমূলক সংগঠন, যার চেয়ারম্যান পদে থাকেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে আরও ১০৬ জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ ৭০ জন সচিব।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে অফিসার্স ক্লাবের এই পদক্ষেপ প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন।