০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মির্জাফখরুল, বিএনপি, জরুরিচিকিৎসা, ব্যাংকক
  • আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার হঠাৎ করে মির্জা ফখরুলের চোখে সমস্যা দেখা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা চোখের রেটিনায় জটিলতা শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শে দ্রুতই ব্যাংককের রুটনিন আই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে।”

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুলের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয়—এজন্য পরিবার দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের প্রতি দীর্ঘদিন ধরেই সতর্কতা বজায় রাখা হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার চোখের সমস্যা হঠাৎ করে গুরুতর রূপ নেওয়ায় ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি ব্যাংককের অন্যতম খ্যাতনামা চক্ষু হাসপাতাল রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংককে পৌঁছেই হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অস্ত্রোপচার সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দলের পক্ষ থেকে মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের কথাও জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার হঠাৎ করে মির্জা ফখরুলের চোখে সমস্যা দেখা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা চোখের রেটিনায় জটিলতা শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শে দ্রুতই ব্যাংককের রুটনিন আই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে।”

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুলের চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয়—এজন্য পরিবার দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের প্রতি দীর্ঘদিন ধরেই সতর্কতা বজায় রাখা হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার চোখের সমস্যা হঠাৎ করে গুরুতর রূপ নেওয়ায় ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি ব্যাংককের অন্যতম খ্যাতনামা চক্ষু হাসপাতাল রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংককে পৌঁছেই হাসপাতালের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অস্ত্রোপচার সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দলের পক্ষ থেকে মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের কথাও জানানো হয়েছে।