ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের কঠোর বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 69

ছবি: সংগৃহীত

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের হাতে বর্তমানে যেসব মরণাস্ত্র রয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। এসব মরণাস্ত্র রাখা হবে শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধুমাত্র রাইফেল থাকবে।”

ভারত থেকে পুশ ইন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত থেকে পুশ ইন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে।”

র‌্যাব পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, র‌্যাব নিয়ে নতুন করে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি র‌্যাব পুনর্গঠনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের সব বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদের সময় রাস্তায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। এই আইন কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। যদি কেউ এই প্রজ্ঞাপন অমান্য করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের কঠোর বার্তা

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের হাতে বর্তমানে যেসব মরণাস্ত্র রয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। এসব মরণাস্ত্র রাখা হবে শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধুমাত্র রাইফেল থাকবে।”

ভারত থেকে পুশ ইন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত থেকে পুশ ইন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে।”

র‌্যাব পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, র‌্যাব নিয়ে নতুন করে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি র‌্যাব পুনর্গঠনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের সব বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদের সময় রাস্তায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। এই আইন কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। যদি কেউ এই প্রজ্ঞাপন অমান্য করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।