স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা, আজ শুরু প্রথম সিভিল সার্জন সম্মেলন
- আপডেট সময় ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 9
দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলনের আদলে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে জেলা স্বাস্থ্য প্রশাসকদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
আজ সোমবার (১২ মে) রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ আলোচনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার সিভিল সার্জনরা। সম্মেলনের আগেই তাঁদের নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবা খাতের সমস্যা, চ্যালেঞ্জ ও পরামর্শ লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। সে অনুযায়ী সিভিল সার্জনরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দিয়েছেন।
উদ্বোধনী অধিবেশনে দুজন সিভিল সার্জন তাঁদের জেলার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং সিনিয়র কর্মকর্তারা। তাঁরা মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, চিকিৎসক ও জনবল সংকট, অবকাঠামোগত ঘাটতি, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা। পাশাপাশি বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও আসবে আলোচনায়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবায় জনগণের অসন্তোষ, দুর্বলতা এবং সম্ভাবনা সবকিছুই খতিয়ে দেখা হবে এই সম্মেলনে। মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদার ভিত্তিতে কেন্দ্রীয় পর্যায়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসেবার কাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর নতুন কৌশল নির্ধারণেও সম্মেলনটি একটি মোড় ঘোরানো উদ্যোগ হয়ে উঠতে পারে।