পদ্মায় ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় ০৬:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 5
রাজশাহীতে নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর পদ্মা নদীর আই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোর জয় হোসেন নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তীব্র গরমে দুপুরে হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর এলাকার পদ্মা নদীতে গোসলে নামে জয়। কিন্তু স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহীর নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।