শিরোনাম :
রাঙ্গামাটি তারণ্য উৎসব
রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের শুরু
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার গত (০৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, ‘তারুণ্যের শক্তি দেশ বদলাবে। তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তুলতে এ উৎসবের আয়োজন। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তুলতে হবে। সব স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। এই উৎসব সব শিক্ষার্থীর জন্য।’
তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী ১৬ হতে ২৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা, টি টুয়েন্টি ক্রিকেট, বালক ও বালিকাদের আলাদা করে ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।