ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে ভিনিসিয়ুস-গুলারের জোড়ায় নাটকীয় জয় রিয়ালের বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করলো কুয়েতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

 

কুয়েত সরকার সম্প্রতি প্রবাসী কর্মীদের নিয়োগে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা একদিকে যেমন বিদেশি কর্মীদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, অন্যদিকে দেশটির নিজস্ব নাগরিকদের কর্মসংস্থানের দিগন্ত খুলে দিতে পারে। মূলত কুয়েতিদের চাকরির বাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট কিছু পদের জন্য নিয়োগের পূর্বেই প্রাক-অনুমোদন গ্রহণ করতে হবে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM) জানিয়েছে, যেসব পদের জন্য নিরাপত্তা যাচাই জরুরি, সেগুলোর ক্ষেত্রে নিয়োগদাতাকে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। ফলে এসব পদের ক্ষেত্রে হঠাৎ করে বা অস্পষ্টভাবে কাউকে নিয়োগ দেওয়া আর সম্ভব হবে না।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত শিরোনাম পরিবর্তনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আল সাবাহ স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রবাসী কর্মী যদি তার মূল পদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পরিচয় পরিবর্তনের আবেদন করেন, তবে তা গ্রহণযোগ্য হবে না।

তবে কিছু ক্ষেত্রে নিয়োগে শিথিলতা থাকছে। PAM নিশ্চিত করেছে, চিকিৎসক, প্রকৌশলী এবং মিসর থেকে সরকারি চুক্তির আওতায় আসা কর্মীদের নিয়োগের ক্ষেত্রে পূর্বের মতোই অনুমোদন কার্যক্রম চলবে। এই শ্রেণির পেশাদারদের কুয়েতের কর্মবাজারে চাহিদা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এসব নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে দেশটিতে স্বচ্ছ ও দক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু হবে। এতে স্থানীয় নাগরিকদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে মেধাভিত্তিক ও দায়িত্বশীল শ্রমবাজার গড়ে তোলা সম্ভব হবে।

এই উদ্যোগগুলো কুয়েত সরকারের ‘কুয়েতাইজেশন’ নীতির অংশ, যার মাধ্যমে তারা নিজেদের নাগরিকদের কর্মসংস্থানের অগ্রাধিকার দিচ্ছে। এতে একদিকে যেমন দেশের অর্থনীতিতে স্থানীয়দের অংশগ্রহণ বাড়বে, তেমনি বিদেশি কর্মীদের নিয়োগেও আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা।

 

নিউজটি শেয়ার করুন

প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করলো কুয়েতে

আপডেট সময় ১২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

কুয়েত সরকার সম্প্রতি প্রবাসী কর্মীদের নিয়োগে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা একদিকে যেমন বিদেশি কর্মীদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, অন্যদিকে দেশটির নিজস্ব নাগরিকদের কর্মসংস্থানের দিগন্ত খুলে দিতে পারে। মূলত কুয়েতিদের চাকরির বাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট কিছু পদের জন্য নিয়োগের পূর্বেই প্রাক-অনুমোদন গ্রহণ করতে হবে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM) জানিয়েছে, যেসব পদের জন্য নিরাপত্তা যাচাই জরুরি, সেগুলোর ক্ষেত্রে নিয়োগদাতাকে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। ফলে এসব পদের ক্ষেত্রে হঠাৎ করে বা অস্পষ্টভাবে কাউকে নিয়োগ দেওয়া আর সম্ভব হবে না।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত শিরোনাম পরিবর্তনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আল সাবাহ স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রবাসী কর্মী যদি তার মূল পদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পরিচয় পরিবর্তনের আবেদন করেন, তবে তা গ্রহণযোগ্য হবে না।

তবে কিছু ক্ষেত্রে নিয়োগে শিথিলতা থাকছে। PAM নিশ্চিত করেছে, চিকিৎসক, প্রকৌশলী এবং মিসর থেকে সরকারি চুক্তির আওতায় আসা কর্মীদের নিয়োগের ক্ষেত্রে পূর্বের মতোই অনুমোদন কার্যক্রম চলবে। এই শ্রেণির পেশাদারদের কুয়েতের কর্মবাজারে চাহিদা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এসব নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে দেশটিতে স্বচ্ছ ও দক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু হবে। এতে স্থানীয় নাগরিকদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে মেধাভিত্তিক ও দায়িত্বশীল শ্রমবাজার গড়ে তোলা সম্ভব হবে।

এই উদ্যোগগুলো কুয়েত সরকারের ‘কুয়েতাইজেশন’ নীতির অংশ, যার মাধ্যমে তারা নিজেদের নাগরিকদের কর্মসংস্থানের অগ্রাধিকার দিচ্ছে। এতে একদিকে যেমন দেশের অর্থনীতিতে স্থানীয়দের অংশগ্রহণ বাড়বে, তেমনি বিদেশি কর্মীদের নিয়োগেও আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা।